সিলেট টু শ্রিমংগল - দেশের সেরা ট্রেন জার্নি । সময় ও ভাড়ার বিস্তারিত ।

বাংলাদেশের অন্যতম সেরা ট্রেন জার্নির অভিজ্ঞতা নিতে হলে আপনাকে সিলেট থেকে শ্রিমংগলে ট্রেন জার্নি করতে হবে । দুই পাশে চা বাগান এবং লাউয়াছড়া জাতীয় উদ্যানের সবুজ রুপ দেখতে চাইলে সবচাইতে ভাল হবে আপনি যদি সকাল অথবা দুপুরের কোন ট্রেনে ভ্রমন করেন ।

সিলেট থেকে ৫ টি আন্তনগর ট্রেনে শ্রিমংগল যাওয়া যায় ।




দিনের ট্রেনঃ

কালনি এক্সপ্রেস ৬ টা ৫৫ তে ছেড়ে ৮ টা ২০ এ পৌঁছায় ।

পাহাড়িকা এক্সপ্রেস সকাল ১০ টা ১৫ তে ছেড়ে ১২ টা ৩০ পৌছায় ।

জয়ন্তিকা এক্সপ্রেস ১১ টা ১৫ তে ছেড়ে ১ টা ৩০ এ পৌছায় ।

পারাবত এক্সপ্রেস ৩ টা ৪৫ এ ছেড়ে ৫ টা ৫৫ এ পৌছায় ।




রাতের ট্রেনঃ

উদয়ন এক্সপ্রেস ৮ টা ৩০ এ ছেড়ে ১১ টা তে পৌছায়।

উপবোন এক্সপ্রেস ১১ টা ৩০ এ ছেড়ে ২ টা ১৫ তে পৌছায়।


এই রুটে জার্নি করার সময় আপনার চোখে পড়বে সুন্দর কিছু নদি ও ব্রিজ , সবুজ চা বাগান , টিলা , সবুজ ধানক্ষেত এবং লাউয়া ছড়া জাতীয় উদ্যান ।

যাওয়ার সময় ট্রেন থামে মাইজগাও স্টেশন , কুলাউড়া স্টেশন , শমসের নগর অথবা ভানুগাছ স্টেশনে।

ট্রেনের ভাড়াঃ

শোভন চেয়ারঃ ১১০ টাকা ।

এসি কেবিন সিটঃ ২৪৮ টাকা ।

স্নিগ্ধাঃ ২০৭ টাকা ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ