সিলেট এর সকল ট্রেনের আপটুডেট রিভিউ, ভাড়া ও বন্ধের দিন ।

ট্রেন জার্নির মত আরামদায়ক ও আবেগপূর্ণ জার্নি সম্ভবত আর নেই । প্রাকৃতিক বইচিত্র সমৃদ্ধ সিলেটে ট্রেন জার্নির আনন্দ তো আরও বেশি । আজকে জানাচ্ছি সিলেট এর সকল ট্রেন সমুহের তালিকা, ভাড়া, বন্ধের দিন এবং আমার নিজস্ব কিছু রিভিউ ।


যে সব রুটের তথ্য এই পোস্টে রয়েছেঃ

  • ঢাকা - সিলেট ।

  • চট্রগ্রাম - সিলেট ।

  • সিলেট - ঢাকা ।

  • সিলেট  - চট্রগ্রাম ।


তাহলে চলুন একে একে দেখে নেই এসব রুটে চলাচল কারি ট্রেন সমূহ সম্পর্কে । 


sylhet train information




  • ঢাকা থেকে সিলেটঃ


পারাবত এক্সপ্রেস (৭০৯) - পারাবত এক্সপ্রেসে ঢাকা কমলাপুর থেকে ছাড়ে ৬ টা ৩০ মিনিটে এবং উত্তরা বিমানবন্দর থাকে ৭ টার দিকে । এটি সকালের প্রথম ট্রেন এবং প্রায় প্রতিদিন সঠিক টাইমে ছেড়ে যায় । সিলেট এসে পৌছায় এভারেজ দুপুর ১ঃ৩০ টায় । 


টিপসঃ গরমের সময় এসি সিট নিলে ভাল কারন, দুপুরের দিকে প্রচন্ড গরম অনুভব হয় ।


বন্ধের দিনঃ সোমবার (ঢাকা ও সিলেট উভয় দিক থেকে)






জয়ন্তিকা এক্সপ্রেস (৭১৭) - জয়ন্তিকা ঢাকা থেকে ছাড়ে দুপুর ১১ঃ১৫ তে । এই ট্রেন অনেকগুলো স্টেশন ধরে তারপর সিলেট পৌছায় বলে প্রায় দিনই দেরিতে পৌছায় এবং আপনার সারাদিনই এই ট্রেনে কেটে যাবে । এটী সিলেট পৌছায় এভারেজ রাত ৭.৩০- ৮ টাতে ।


টিপসঃ গরমের সময় এসি সিট নিলে ভাল কারন, দুপুরের দিকে প্রচন্ড গরম অনুভব হয় । এবং নন এসিতে স্ট্যান্ডিং যাত্রী কম থাকে ।


বন্ধের দিনঃ মঙ্গলবার ।


কালনি এক্সপ্রেস (৭৭৩) - কালনি এক্সপ্রেস ঢাকা থেকে ছাড়ে দুপুর ০২ঃ৫৫ মিনিটে । এই ট্রেন মাঝে মাঝেই দেরিতে ছাড়ে । পুরাতন লোকোমোটিভ এবং রেক থাকায় মাঝে মাঝে সমস্যা হয় এবং সঠিক সময়ে ছেড়ে যেতে পারেনা । এই ট্রেন বিমানবন্দর থাকে ০৩ঃ৩০ এর দিকে। এই ট্রেনের রেকগুলো পুরাতন এবং অন্য ট্রেনের তুলনায় অপরিচ্ছন্ন । তবে কম স্টেশন থাকায় দ্রুত সিলেট পৌছায় । এভারেজ ১০ টার দিকে এটি সিলেট থাকে ।


টিপসঃ ওয়াশরুম পরিষ্কার পাওয়ার সম্ভাবনা কম । তাই প্রস্তুতি রাখবেন । বিমান বন্দর স্টেশনে যাত্রীর চাপ বেশি থাকে ।


বন্ধের দিনঃ শুক্রবার (ঢাকা ও সিলেট উভয় দিক থেকে)





উপবন এক্সপ্রেস (৭৩৯) - ঢাকা-সিলেট রুটের একমাত্র রাতের ট্রেন উপবন । তাই এই ট্রেনের যাত্রী চাহিদা সবচাইতে বেশি । প্রায় ৮-১০ দিন আগেই সব সিট সেল হয়ে যায় । অনেক সময় ১ দিন আগেও পাওয়া যায় । এই ট্রেন ঢাকা থেকে ছাড়ে ১০ টাতে , তবে সারাদিনের ট্রেন রুট শিডিউল মেন্টেন করে এটি প্রায় সময়ই সঠিক সময়ে ছেড়ে যেতে পারে না । এটি বিমানবন্দর থাকে সাড়ে ১০ টা তে । তবে এই সময় ব্রাক্ষনবাড়িয়া এবং নরসিংদির লোকাল যাত্রীদের চাপে এই ট্রেনে পরিবার নিয়ে উঠা বেশ কস্টের । তাই যারা বাচ্চা ও পরিবার নিয়ে উঠবেন তাদের অনেক মানসিক চাপ নিয়ে হয় এসময় । এবং অবশ্যই বিমানবন্দর স্টেশন থেকে উঠেল মোবাইল - মানিব্যাগ সাবধান ।


এটি সিলেট পৌছায় ভোর বেলা তবে লোকো সংকট এর কারনে প্রায় সময় দেরি হয় । 


বন্ধের দিনঃ বুধবার ।





---------

  • চট্রগ্রাম থেকে সিলেট


পাহাড়িকা এক্সপ্রেস (৭১৯)-  পাহাড়িকা এক্সপ্রেস চট্রগ্রাম থেকে সিলেট ছেড়ে আসে সকাল ৭ঃ৩০ । চট্রগ্রাম সিলেট রুটে দিনের বেলা বাসের পরিমান অনেক কম । তাই সিলেট যাত্রীদের দিনের বেলা এটাই বলা যায় একমাত্র অপশন । এটী চট্রগ্রাম থেকে সিলেট আসতে আসতে প্রায় দিনই ৫-৬ টা বাজে । এশিয়ার সুন্দর কয়েকটি ট্রেন রুটের মধ্যে এটি একটি । এই রুটে পাহাড়িকা ট্রেনে যাতায়াত করলে দেখতে পাবেন চা বাগান, পাহাড় আর সবুজ সব গ্রামের দৃশ্য । 


বন্ধের দিনঃ সোমবার


উদয়ন এক্সপ্রেস (৭২৩)-  চট্রগ্রাম থেকে সিলেট আসার রাতের ট্রেন উদয়ন এক্সপ্রেস । এটি চিটাগাং থেকে ছেড়ে আসে রাত ০৯ঃ৪৫ টায় । এবং সিলেট পৌঁছায় সকাল ৬-৭ টায় ।  


বন্ধের দিনঃ বুধবার






জেনে রাখবেন পাহাড়িকা ও উদয়ন এক্সপ্রেস এর ট্রেন ইন্দোনেশিয়ার পিটি ইনকা কোচ দ্বারা পরিচালিত । পিটি ইনকার কোচ তুলনামুলক আরামদায়ক হয় ।


---------

  • সিলেট থেকে ঢাকাঃ


কালনি এক্সপ্রেস (৭৭৪)-  সিলেট থেকে ঢাকা যাওয়ার সকালের সর্বপ্রথম ট্রেন । ছাড়ে ৬ঃ১৫ মিনিটে । ঢাকা পৌছায় দুপুর ১ঃ৩০ এর দিকে । 


বন্ধের দিনঃ শুক্রবার


জয়ন্তিকা এক্সপ্রেস (৭১৮) -  জয়ন্তিকা এক্সপ্রেস সিলেট থেকে ছেড়ে যায় দুপুর ১২ টায় , ঢাকা পৌছায় ৭;৩০ থেকে ৮ঃ৩০ এর দিকে। অনেকগুলো স্টেশনে থামতে হয় এবং ক্রসিং এর ঝামেলার কারনে এটি প্রায় দিনই দেরিতে পৌছায় ।


বন্ধের দিনঃ বৃহস্পতিবার ।


পারাবত এক্সপ্রেস (৭১০)-  পারাবত এক্সপ্রেস সিলেট থেকে ছেড়ে যায় বিকাল ৪ টায় এবং ঢাকা পৌছায় ১০ঃ৩০ এর দিকে , ক্রসিং এর ঝামেলাতে না পরলে এটি প্রায় দিনই সঠিক সময়ে পৌঁছে যায় ।


বন্ধের দিনঃ 


উপবন এক্সপ্রেস (৭৪০)-  উপবন এক্সপ্রেস সিলেট থেকে ছেড়ে যায় রাত সাড়ে ১১ টাতে এবং ঢাকা এসে পৌছায় ভোরে ।


বন্ধের দিনঃ সোমবার 





---------


  • সিলেট থেকে চট্রগ্রামঃ সিলেট থেকে চট্রগ্রাম এর ট্রেন রুট এর দূরত্ব ৩১৯ কিলোমিটার ।


পাহাড়িকা এক্সপ্রেস (৭২০)-  পাহাড়িকা এক্সপ্রেস সিলেট থেকে ছাড়ে সকাল ১০ঃ৩০ টায় এবং চট্রগ্রাম গিয়ে পৌছায় সন্ধ্যা ৭-৮ টার দিকে ।


বন্ধের দিনঃ বুধবার


উদয়ন এক্সপ্রেস (৭২৪)-  উদয়ন এক্সপ্রেস সিলেট থেক ছাড়ে রাত ১০ টায় । এবং চট্রগ্রাম গিয়ে পৌছায় ভোর ৫ টা থেকে ৭ টার ভেতরে । যারা রাতে ট্রেনে করে গিয়ে সকালে কক্সবাজার যেতে চান তাদের জন্য বেস্ট হচ্ছে এই ট্রেন ।


বন্ধের দিনঃ রবিবার ।


---------------------------------------------------------------------------------------------------------------------------

  • ভাড়ার তালিকা (লাস্ট আপডেট জুলাই ২০২৫)


ঢাকা - সিলেট / সিলেট - ঢাকা


  1. শোভন চেয়ারঃ ৩৭৫ টাকা   (S_Chair)

  2. এসি চেয়ারঃ ৭১৯ টাকা (ভ্যাট সহ)  (Snigdha)

  3. নন এসি বার্থ (বসে যাওয়া) ৫৭৫ টাকা (ভ্যাট সহ)   (F_Seat)

  4. নন এসি বার্থ (শুয়ে যাওয়া) 

  5. এসি বার্থ (বসে যাওয়া) ৮৬৩ টাকা (ভ্যাট সহ) (AC_S)

  6. এসি বার্থ (শুয়ে যাওয়া) ১৩৩৮ টাকা (AC_B)


চট্রগ্রাম - সিলেট / সিলেট - চট্রগ্রাম


  1. শোভন চেয়ারঃ ৪৫০ টাকা   (S_Chair)

  2. এসি চেয়ারঃ ৮৫৭ টাকা (ভ্যাট সহ)  (Snigdha)

  3. নন এসি বার্থ (বসে যাওয়া)   (F_Seat)

  4. নন এসি বার্থ (শুয়ে যাওয়া) 

  5. এসি বার্থ (বসে যাওয়া) ১০৩০ টাকা (ভ্যাট সহ) (AC_S)

  6. এসি বার্থ (শুয়ে যাওয়া) ১৫৯১ টাকা (AC_B)



আশা করছি এই পোস্ট আপনাদের ভাল লেগেছে । যদি তাই হয় আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব পেজ সাবসক্রাইবের আমন্ত্রন রইল । ধন্যবাদ ।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ