সিলেট থেকে সহজে ট্রেনে শিলিগুড়ী ! ডাউকি বা সুতারকান্দি হয়ে ।

বাংলাদেশ থেকে যারা সিকিম যেতে চান তাদের প্রথম পছন্দ থাকে ঢাকা থেকে মিতালি এক্সপ্রেস করে শিলিগুড়ী বা নিউ জলপাইগুড়িতে পৌঁছানো । এক্ষেত্রে আপনার পাসপোর্টে বাই রেল নিউ জলপাইগুড়ি উল্লেখ থাকতে হবে ।

যাদের ভিসাতে এই পোর্ট নাই বা যারা ঢাকা থেকে আরও দূরে থাকেন তারা চাইলে অন্য বর্ডার ব্যবহার করে ভারতের ট্রেন ব্যবহার করে নিউ জলপাইগুড়িতে পৌছাতে পারেন । আমি সিলেট থাকি , তাই আমার জন্য ঢাকা হয়ে সেখান থেকে আবার মিতালি এক্সপ্রেস  এ যাত্রা করা একটা সময় সাপেক্ষ ব্যাপার । আর তাই আমি বেছে নিয়েছিলাম অন্য রুট ।

আজকে জানাচ্ছি সিলেট থেকে আপনি মিতালি এক্সপ্রেস এর বিকল্প উপায়ে ট্রেনে করে কিভাবে আপনি শিলিগুড়িতে পৌঁছাতে পারেন । ট্রেন যাত্রার সবচাইতে ভাল দিক হচ্ছে  এটি ভ্রমনের ক্লান্তি অনেকখানি কমিয়ে দেয় ।

sikkim train from bangladesh
                                                                ছবিঃ ট্রেনের ভিতরে দৃশ্য


আপনি যদি সিলেট অঞ্চলের বাসিন্দা হয়ে থাকেন এবং আপনার যদি ডাউকি অথবা সুতারকান্দি পোর্ট উল্ল্যেখ থাকে তবে আপনি এই দুটি বর্ডারের যে কোন একটি ব্যবহার করে সীমান্ত পার হয়ে  ট্রেনে করে শিলিগুড়ি যেতে পারবেন । 


ডাউকি দিয়ে

ডাউকি বর্ডারের ক্ষেত্রে আপনাকে ডাউকি থেকে গোয়াহাটি পর্যন্ত যেতে হবে । রিজার্ভ বা শেয়ারড ট্যাক্সিতে সময় লাগবে ৬-৮ ঘন্টার মত । যেটা অনেকটা সিলেট থেকে ঢাকা যাওয়ার সমান । গোয়াহাটি থেকে আপনি ৭০০ রুপি থেকে শুরু করে ২০০০ রুপি ভাড়াতে এসি কম্পারট্মেন্ট এ করে শিলিগুড়ি বা নিউ জলপাইগুড়ি যেতে পারেবেন । যেতে সময় লাগবে ১০ ঘন্টা । আর যদি আপনি বান্দে ভারত এর ট্রেন এ যেতে পারেন তবে ৬ ঘন্টায় পৌঁছে যাবেন ।

আর যদি একটু ব্রেক নিতে চান সে উপায় ও আছে । আপনাকে প্রথমে ডাউকি থেকে যেতে হবে শিলং , যেতে পথে দেখে নিতে পারেন মেঘালয়ের অসম্ভব সুন্দর সব দৃশ্য । সেই দৃশ্য দেখতে দেখতে শিলং পৌঁছে খাওয়া দাওয়া করে পুলিশ বাজার থেকে ধরতে পারেন গোয়াহাটির ট্যাক্সি । এভাবে গেলে রাত ৮ টার ভেতরেই আপনি গোয়াহাটি স্টেশনে থাকতে পারবেন ।

তবে এভাবে যাওয়ার আগে অবশ্যই আগে ট্রেনের টিকেট কেটে রাখবেন । কারন এই রুটের এক্সপ্রেস ট্রেন গুলোর টিকেট অনেক আগেই শেষ হয়ে যায় । তাই ইন্সট্যান্ট স্টেশনে গিয়ে ট্রেনের টিকেট সম্ভাবনা প্রায় নেই বললেই চলে ।





অনলাইনে ভারতীয় ট্রেনের টিকেট কাটতে প্রবেশ করতে পারেন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে । লিংকঃ https://www.irctc.co.in/ এ । এখান টিকেট কাটার আগে আপনাকে তাদের অফিসিয়াল সাইটে একাউন্ট করে নিতে হবে । তারপর আপনি টিকেট কাটার সুবিধা পাবেন । আর টিকেট কাটার জন্য আপনাকে অবশ্যই ডুয়েল কারেন্সি কার্ড ব্যবহার করতে হবে । এরজন্য খুব সামান্য পরিমান এক্সট্রা চার্জ রাখা হয় ।


সুতারকান্দি দিয়েঃ

আপনি যদি সিলেট এর নাগরিক হোন এবং আপনার যদি পাসপোর্টে যদি সুতারকান্দি পোর্ট থাকে, তবে সুতারকান্দি বর্ডার পার হয়ে ২ ঘন্টা ভ্রমন করে বদরগঞ্জ জংশনে চলে যেতে পারেন । যেখান থেকে ট্রেনে করে শিলিগুড়ি যাওয়া যাবে । এই ট্রেনগুলো সবই গোয়াহাটি হয়ে যায় । তবে সুবিধা হচ্ছে এইভাবে গেলে খুব কম খরচে আপনি শিলিগুড়ি পর্যন্ত পৌঁছে যেতে পারবেন যদিও আপনার যেতে সময় লাগবে ১৮ ঘন্টার মত । তবে খারাপ কি , মেঘালয়ের পাশ দিয়ে যেতে যেতে আপনি পুরো যাত্রা পথ উপভোগ করে যেতে পারবেন । এই রুটের ট্রেন ভাড়া  ১০০০ রুপি থেকে ২৫০০ রুপি এসি গাড়িতে ।

আবার চাইলে আগরতলা সীমান্ত হয়ে আগরতোলা স্টেশন থেকেও ট্রেনে যাওয়া যায় । সুতরাং আপনার কাছে যদি এই পোর্ট গুলোর ভিসা থাকে তবে আপনি মিতালি এক্সপ্রেসের টিকেট না পেলেও ট্রেনে করে চলে যেতে পারবেন শিলিগুরি । শিলিগুরি থেকে রয়েছে দার্জিলিং ও সিকিম যাওয়ার অনেক উপায় । আর যখন শিলিগুড়ি থেকে সিকিমের ট্রেন রুট চালু হয়ে যাবে তখন তো ট্রেনে করেই আপনি সহজে চলে যেতে পারবেন বাংলাদেশ থেকে সিকিম ।

আশা করেছি তথ্য গুলো কাজে লেগেছে । ভাল থাকবেন আর জানাবেন কোন তথ্য দিয়ে সহায়তা করতে পারি কিনা । 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ